ত্রিপুরা রাজ্যের অধিপতি মহারাজা ধর্মমাণিক্য ১৪৫৮ সালে এই দীঘিটি খনন করেন।
“রাজমালা” গ্রন্থ অনুযায়ী ধর্মমাণিক্য সুদীর্ঘ ৩২ বৎসর রাজত্ব করেন (১৪৩১-৬২ খ্রীস্টাব্দ)। কুমিল্লা শহর ও তার আশেপাশের অঞ্চল তাঁর রাজত্বের অধীন ছিল। জনগণের পানীয় জলের সুবিধার জন্য খনঙ্কৃত এই দীঘিটি উৎসর্গের সময় যে তাম্রলিপি প্রদত্ত হয় তা নিম্নরূপঃ-
॥তাম্রলিপি পাঠ ॥
“চন্দ্রবংশেতে মহামণিক্য নৃপবর।
|
॥তাম্রলিপির মর্ম ॥
চন্দ্র বংশোদ্ভব মহামাণিক্যের |
বর্তমানে ধর্মসাগরের আয়তন ২৩:১৮ একর। ১৯৬৪ সালে দীঘিটির পশ্চিম ও উত্তর পাড়টি তদানিন্তন অতিরিক্ত জেলা প্রশাসক জনাব সৈয়দহাসান আহমদের উদ্যোগে পাকা করা হয়। দীঘিটি বর্তমানে মৎস বিভাগের অধীন। তবে দীঘির পশ্চিম পাড় ও সংলগ্ন ৫ একরের উদ্যানটি কুমিল্লা পৌরসভার ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস