কুমিল্লার যাতায়াত ও যোগাযোগ ব্যবস্থা অত্যন্ত উন্নতমানের। উপমহাদেশের অন্যতম প্রাচীন সড়ক 'গ্র্যান্ড ট্রাঙ্ক রোড' কুমিল্লা শহরের মধ্য দিয়ে অতিক্রম করেছে। বর্তমানে, বাংলাদেশের সবচেয়ে গুরুত্বপূর্ণ মহাসড়ক ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক কুমিল্লা শহরের পাশ দিয়ে গেছে। রাজধানী ঢাকা থেকে কুমিল্লার দূরত্ব ৯৭ কিলোমিটার। সড়ক অথবা রেলপথের মাধ্যমে যাতায়াত করা যায়। তবে রেলপথে ঢাকা থেকে কুমিল্লা যেতে মোট ১৯৭ কিলোমিটার পথ অতিক্রম করতে হয়।
স্থানীয় প্রশাসন, আরএইচডি, এলজিইডি ও পৌরসভা সকল রাস্তাঘাট তদারকি করে থাকে। কুমিল্লাতে আরএইচডি এবং এলজিইডি'র আঞ্চলিক সদর দপ্তর রয়েছে।
কুমিল্লাতে মোট ১৮০৬ কিলোমিটার সড়কপথ রয়েছে। এর মধ্যে ১২১৯ কিলোমিটার পাকা ও ৫৮৭ কিলোমিটার কাঁচা সড়ক। রেলপথের পরিমাণ ১০৮ কিলোমিটার।কুমিল্লাতে একটি বিমানবন্দর রয়েছে। যা বর্তমানে আর ব্যবহৃত হচ্ছে না।
সড়কপথঃ
ঢাকা হতে কুমিল্লা পৌঁছাতে (বাসযোগে - ভাড়া ১২০/- টাকা থেকে ২২০/-)
ছাড়ার স্থান | বাসের নাম | ছাড়ার সময় | পৌঁছানো সময় |
কমলাপুর বাস ডিপো হতে কমলাপুর হতে | ১। বিআরটিসি সার্ভিস (এসি) ২। উপকূল সার্ভিস (এসি) | সকাল ৬.১৫ হতে ১৫ মিনিট পরপর রাত ৮ টা পর্যন্ত | গাড়ী ছাড়ার সময় হতে ২-৩ ঘন্টা |
সায়েদাবাদ বাসস্ট্যান্ড (রেল গেইটের সম্মুখ হতে) | ৩। তিশা সার্ভিস ৪। এশিয়া লাইন (এসি) ৫। এশিয়া লাইন ৬। প্রিন্স সার্ভিস ৭। প্রাইম সার্ভিস ৮। কর্ডোভা সার্ভিস | সকাল ৬.১৫ হতে ১৫ মিনিট পরপর রাত ৮ টা পর্যন্ত | গাড়ী ছাড়ার সময় হতে ২-৩ ঘন্টা |
এছাড়াও সায়েদাবাদ বাসস্ট্যান্ড হতে অন্যান্য লোকাল বাস সার্ভিস আছে। |
কুমিল্লা হতে ঢাকা পৌঁছাতে (বাসযোগে- ভাড়া ১২০/- থেকে ২২০/-)
ছাড়ার স্থান | বাসের নাম | ছাড়ার সময় | পৌঁছানো সময় |
বিআরটিসি বাস ডিপো | ১। বিআরটিসি সার্ভিস (এসি) | সকাল ৭.১৫ হতে রাত ৭ টা পর্যন্ত | গাড়ী ছাড়ার সময় হতে ২/৩ ঘন্টা |
শাসনগাছা | ২। তিশা সার্ভিস ৩। এশিয়া লাইন ৪। এশিয়া লাইন (এসি) | সকাল ৬.১৫ হতে ১৫ মিনিট পরপর রাত ৯.৩০ টা পর্যন্ত | গাড়ী ছাড়ার সময় হতে ২/৩ ঘন্টা |
টমছমব্রীজ | ৫। উপকূল সার্ভিস (এসি) ৬। প্রিন্স সার্ভিস ৭। কর্ডোভা সার্ভিস | সকাল ৬.১৫ হতে ১৫ মিনিট পরপর রাত ৯.৩০ টা পর্যন্ত | গাড়ী ছাড়ার সময় হতে ২/৩ ঘন্টা |
হোটেল সালাহ উদ্দিন( শিক্ষা বোর্ড সংলগ্ন) | ৮। প্রাইম সার্ভিস | সকাল ৬.১৫ হতে ১৫ মিনিট পরপর রাত ৯.৩০ টা পর্যন্ত | গাড়ী ছাড়ার সময় হতে ২/৩ ঘন্টা |
এছাড়াও শাসনগাছা হতে অন্যান্য লোকাল বাস সার্ভিস আছে। |
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস