* কুমিল্লা স্টেডিয়াম-শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত।
*প্রতি বছর এ স্টেডিয়ামে নিম্নলিখিত ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়ঃ
(ক) জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল
(খ) প্রিমিয়ার ফুটবল লীগ
(গ) ১ম বিভাগ ফুটবল লীগ
* প্রতি বৎসর ভলিবল লীগ অনুষ্ঠিত হয়।
* প্রতি বৎসর এ্যাথলেটিকস প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
* প্রতি বৎসর ব্যাডমিন্টন প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
* প্রতি বৎসর কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
* প্রতি বৎসর যুব এবং সিনিয়র ক্রিকেট লীগ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
* ২০০৮ সালে কুমিল্লা স্টেডিয়ামে জাতীয় কাবাডি প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এছাড়া জাতীয় বয়স ভিত্তিক ক্রিকেট প্রতিযোগিতা ( অনুর্ধব ১৪, ১৬, ১৮) অনুষ্ঠিত হয়ে থাকে।
কুমিল্লা জেলা জাতীয় পর্যায়ের প্রতিটি খেলায় অংশ গ্রহণ করে থাকে।
কুমিল্লা শহরের নাট্য ও সাংস্কৃতিক সংগঠনের তালিকাঃ
নাট্য সংগঠনঃ
· যাত্রিক নাট্য গোষ্ঠী
· জনান্তিক নাট্য সম্প্রদায়
· সংযোগ নাট্য সম্প্রদায়
· উদয়ন নাট্য সম্প্রদায়
· অক্ষিনর নাট্য সম্প্রদায়
· কুমিল্লা থিয়েটার
· প্রতিবিম্ব নাট্য সম্প্রদায়
· এ্যাপোলো নাট্য গোষ্ঠী
· প্রত্যাশা নাট্যগোষ্ঠী
· অধুনা গ্রাম থিয়েটার
· সে তুমি আমি
· দর্পন নাট্য সম্প্রদায়
সাংস্কৃতিক সংগঠনঃ
· কুমিল্লা কালচারাল কমপ্লেক্স
· নজরুল পরিষদ
· আলাউদ্দিন শিল্পী সংঘ
· উদীচি শিল্পী গোষ্ঠী
· তাষসী পরিষদ
· সেঁজুতি পরিষদ
· বঙ্গবন্ধু সাংস্কৃতিক গোষ্ঠী
· আবৃত্তি সংসদ
· সংলাপ
· কুমিল্লা জনান্তিক
· সংস্কৃতি সংসদ
· রবীন্দ্র পরিষদ
· বৈশাখ সাংস্কৃতিক সংগঠন
· মৃত্তিকা আবৃত্তি সংগঠন
· তীর্থ আবৃত্তি চক্র
· লোকসঙ্গীত কেন্দ্র, কুমিল্লা
· কালান্তর সাংস্কৃতিক সংস্থা
· চারণ সাংস্কৃতিক কেন্দ্র
· কুমিল্লা সঙ্গীত একাডেমী
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস