কুমিল্লা স্টেশন ক্লাব, কুমিল্লা
স্থাপিতঃ ১৮৯০ খ্রিঃ
ঠিকানাঃ ওস্তাদ আলাউদ্দিন খান সড়ক, কুমিল্লা
প্রাথমিক অবস্থায় কোম্পানীর অধিকৃত বাংলায় স্থায়ী জেলা ভাগ ও স্থায়ী শাসনাধিকরণ স্থাপিত না হওয়ায় প্রশাসনিক কাজে নিযুক্ত সিভিলয়ান ও ব্যবসা-বাণিজ্যরত শ্বেতাঙ্গরা দেশের যে যে স্থানে কেন্দ্রীভূত হয়ে অবস্থানপূর্বক স্ব-স্ব দায়িত্ব পালন করতেন, সে স্থানকে বলা হতো ‘স্টেশন’। তৎকালে উত্তরবঙ্গের প্রথম প্রাচীন ও গুরুত্বপূর্ণ ‘স্টেশন’ ছিল দিনাজপুর শহর। তখন যোগাযোগ ব্যবস্থা দুরূহ ছিল। তদুপরি ছিল কর্মস্থলে বাসোপযোগী ঘরবাড়ীর প্রকট অপ্রতুলতা। সেই অবস্থায় ইংরেজদের পক্ষে পরিবার-পরিজন নিয়ে কর্মস্থলে বসবাসের কোন উপায় ছিল না। ফলে কলকাতায় স্ত্রী-পরিজনকে রেখে অধিকাংশ শ্বেতাঙ্গ তখন বাধ্য হয়ে কর্মস্থলে বাস করতেন। ব্রিটিশদের জন্য এটি ভীষণ দুর্বিসহ এক জীবন ছিল। কিন্তু অন্য কোন উপায় না থাকায় তারা নিঃসঙ্গতা ও সামাজিক বিচ্ছিন্নতার কষ্ট দূর করার জন্য স্ব-স্ব কর্মস্থলে বা স্টেশনে খেলাধুলা, নাচগান, পানভোজন ইত্যাদি প্রক্রিয়ায় চিত্তবিনোদনের জন্য যে সংস্থা গঠন করেন, তাকে বলা হতো ‘স্টেশন ক্লাব’।
আয়তন- সর্বমোট ২.০০ (দুই) একর
স্টেশন ক্লাবের চৌহদ্দিঃ
ক) উত্তরে - আওয়ার লেডি অব ফাতিমা বালিকা উচ্চ বিদ্যালয়
খ) দক্ষিণে - জনস্বাস্থ্য প্রকৌশল অফিস
গ) পশ্চিমে - পৌরপার্ক
ঘ) পূর্বে - টেনিস খেলার মাঠ ও ধর্মীয় মন্দির (গির্জা)
ক্লাবের সদস্য সংখ্যা - ৬৩ জন।
ক্লাবের নিবন্ধন নং- কুমি- ১১৯৮/২০০২, তারিখঃ ১৬/৭/২০০২ ইং
১। সভাপতি মোঃ আমিরুল কায়ছার
জেলা প্রশাসক, কুমিল্লা।
২। সম্পাদক পঙ্কজ বড়ুয়া
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা।
খেলাধুলাঃ
ক) লন টেনিস মাঠ ০১ (একটি)
খ) ব্যাট মিন্টন মাঠ ০১ (একটি)
গ) টেবিল টেনিস বোর্ড ০১ (একটি)
ঘ) বিলিয়ার্ড টেবিল ০১ (একটি) ও অন্যান্য।
ঙ) কার্ড রুম ০১ টি
মহিলা শাখাঃ উক্ত ক্লাবে একটি মহিলা শাখা আছে
সভানেত্রীঃ জেলা প্রশাসক সহধর্মিনী
মহিলা শাখার খেলাধুলাঃ
ক) ক্যারাম
খ) দাবা
গ) টেবিল টেনিস
ঘ) লুডু ও অন্যান্য
মহিলা শাখায় একটি লাইব্রেরী আছে
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস