শুক্রবার ২৬ সেপ্টেম্বর ২০১৪ খ্রিঃ বাংলাদেশে নিযুক্ত মার্কিন যুক্তরাষ্ট্রের মান্যবর রাষ্ট্রদূত মিঃ ড্যান মজীনা ২দিনের রাষ্ট্রীয় সফরে কুমিল্লা জেলায় আগমন করেন । বিকালে তিনি কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার কোটবাড়িতে শালবন বিহার ও ময়নামতি জাদুঘর দর্শনের মাধ্যমে সফরের সূচনা করেন । তাঁর আগমন উপলক্ষে সন্ধ্যায় কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয়ের উদ্যোগে জেলার সার্কিট হাউজে মান্যবর রাষ্ট্রদূত , তাঁর স্ত্রী মিসেস গ্রেস মজীনা এবং ইউএসএইড বাংলাদেশের মিশন ডিরেক্টর জানিনা জেরুজেলস্কিসহ মান্যবর রাষ্ট্রদূতের অন্যান্য সফরসংগীদের সাথে মতবিনিময় সভা ও নৈশভোজের আয়োজন করা হয় । প্রথমে সম্মানিত অতিথিবৃন্দকে সাদরে বরণ করে নেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল । এসময় মান্যবর রাষ্ট্রদূতকে ফুল এবং ক্রেস্ট প্রদান করেন সম্মানিত জেলা প্রশাসক ।তিনি সম্মানিত রাষ্ট্রীয় অতিথিদের কুমিল্লার গর্ব নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী'র জীবন ও কর্ম নিয়ে কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে সদ্যপ্রকাশিত জীবনীগ্রন্থ উপহার দেন । এরপর সভায় স্বাগত বক্তব্য প্রদান করেন সম্মানিত জেলা প্রশাসক । পরে কুমিল্লা জেলা সম্পর্কে 'একনজরে কুমিল্লা' শীর্ষক একটি সংক্ষিপ্ত পাওয়ারপয়েন্ট উপস্থাপনা পেশ করা হয়। সভায় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার , সম্মানিত সিভিল সার্জন , স্থানীয় সরকার , কুমিল্লা'র উপ-পরিচালক , কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ । মান্যবর রাষ্ট্রদূত এরপর তাঁর মূল্যবান বক্তব্য রাখেন ও উপস্থিত সুধীর সাথে মতবিনিময় করেন ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস