কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্যে ভেজাল, যানজট ও মাদক প্রতিরোধে ভ্রাম্যমান আদালতের মাসব্যাপি অভিযানের অংশ হিসেবে গতকাল কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার সুয়াগঞ্জ বাজারে অভিযান পরিচালিত হয়। এ অভিযানে বিপুল পরিমান মাদক উদ্ধার এবং মাদক বিক্রির দায়ে মাদক নিয়ন্ত্রণ আইনে এক ব্যবসায়ীকে ৬ মাসের কারাদন্ড দেয়া হয়। কুমিল্লা জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট এনডিসি তুষার আহমেদ সুয়াগাজী বাজারে ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। অভিযানে ১৪১ বোতল ভারতীয় উত্তেজক সিরাপ, ১২ লিটার স্পিরিট,বিয়ার, ও ৫ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এসময় মাদক দ্রব্য রাখা ও বিক্রির দায়ে ৭ জনকে ২৯ হাজার টাকা জরিমানা ও এক যুবককে ০৬ মাসের কারাদন্ড দেয়া হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস