দারিদ্র বিমোচন এবং ক্ষুদ্রঋণ কার্যক্রম বাস্তবায়নে কুমিল্লা জেলার সম্মানিত উন্নয়নবান্ধব জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল মহোদয়ের উদ্যোগে বাংলাদেশে প্রথমবারের মতো জিও-এনজ়িও ত্রৈমাসিক সমন্বয় সভা সূচিত হয় ।এরই ধারাবাহিকতায় ২২ জুন ২০১৫ খ্রি. তারিখে ৩য় বারের মতো জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে জিও-এনজ়িও ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয় । এর ফলে তৃণমূলে ক্ষুদ্রঋণ কার্যক্রম নিষ্ঠা ও সফলতার সাথে মনিতরিং করা সম্ভব হচ্ছে । এর অন্যতম সাফল্য সরকারি-বেসরকারি বিভিন্ন সংস্থার মধ্যে ঋণ বিতরণে সুষ্ঠু সমন্বয় ঘটছে এবং ওভারলেপিং দূরীভূত হচ্ছে । এতে ক্ষুদ্রঋণের প্রকৃত সুফল মানুষের দৌড়গোড়ায় পৌছাচ্ছে । মহতী এ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল মহোদয়। এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), উপ পরিচালক কৃ্ষি সম্প্রসারণ অধিদপ্তর, উপ-পরিচালক সমাজসেবা অধিদপ্তর, ডিজিএম, সোনালী ব্যাংক , বাংলাদেশ ব্যাংক এর ডেপুটি ডিরেক্টর এবং অন্যান্য ব্যাংক ও এনজিও এর উচ্চ পদস্থ কর্মকর্তাবৃন্দ ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস