শিরোনাম
১১ নভেম্বর ২০১৪ খ্রিঃ মঙ্গলবার জেলা প্রশাসক মহোদয় কুমিল্লা জেলার তিতাস উপজেলা পরিদর্শন করেন ...
বিস্তারিত
১১ নভেম্বর ২০১৪ খ্রিঃ মঙ্গলবার কুমিল্লা জেলার তিতাস উপজেলার অন্যতম জেএসসি পরীক্ষাকেন্দ্র গাজীপুর খান মডেল বহুমুখী হাই স্কুল ও কলেজ এবং এর মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শণ করেন কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। সেখানে ষষ্ঠ থেকে দশম শ্রেণির পাঠ্য বিষয় সমূহের তথ্য সমৃদ্ধ এবং আকর্ষনীয় ডিজিটাল কনটেন্ট তৈরী এবং এর মাধ্যমে শ্রেণিকক্ষগুলোকে আরো বেশি করে উপভোগ্য করে তোলার জন্য প্রয়োজনীয় নির্দেশনা দেন মান্যবর জেলা প্রশাসক। পরে তিনি গাজীপুর মডেল সরকারী প্রাথমিক বিদ্যালয়ের মাল্টিমিডিয়া ক্লাসরুম পরিদর্শণ করেন এবং সেখানে বেশী করে মুক্তিযুদ্ধের চেতনা অন্তরে ধারণ এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হওয়ার দীক্ষা প্রদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলন তিতাস উপজেলার সম্মানিত চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার।
তিতাস উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পর্যায়ের কর্মকর্তাদের সমন্বয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার মাননীয় জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। উক্ত সভায় উপজেলার সম্মানিত চেয়ারম্যান সহ উপস্থিত ছিলেন উপজেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানবৃন্দ, বিশিষ্ট মুক্তিযোদ্ধা এবং সুশীল সমাজের প্রতিনিধিগণ। সেখানে মান্যবর জেলা প্রশাসক উপজেলার বিভিন্ন দপ্তরের লোকবল সংকট ও অবকাঠামোগত সমস্যার দ্রুত সমাধানের আশ্বাস প্রদান করেন। সভায় সভাপতিত্ব করেন তিতাস উপেজলার সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার।
এছাড়াও সুযোগ্য জেলা প্রশাসক তিতাস উপজেলার ২ নং জগতপুর (দক্ষিণ) ইউনিয়নের কানাইনগর কমিউনিটি ক্লিনিক পরিদর্শণ করেন ।সেখানে তিনি আগত রোগীদের খোঁজখবর নেন এবং ক্লিনিকটিতে দ্রুত বিদ্যুৎ সংযোগ প্রদান করার জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন। এসময় সেখানে উপস্থিত ছিলন তিতাস উপজেলার সম্মানিত চেয়ারম্যান এবং উপজেলা নির্বাহী অফিসার।