২ মার্চ, ২০১৬ খ্রিঃ কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলায় শিক্ষা মন্ত্রণালয়ের অধীন ব্যানবেইজ কর্তৃক নির্মিত উপজেলা আইসিটি ট্রেনিং এবং রিসোর্স সেন্টার ফর এডুকেশন (UITRCE) ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে শুভ উদ্বোধন করেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা। চৌদ্দগ্রাম উপজেলা পরিষদ মিলনায়তনে আয়োজিত এ উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রী ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে চট্রগ্রাম বিভাগের মান্যবর বিভগীয় কমিশনার জনাব মোঃ রুহুল আমীন এবং কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল মহোদয়ের সাথে কথা বলেন । এসময় পুলিশ সুপার, কুমিল্লা; রাজনৈতিক ব্যক্তিবর্গ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, উপজেলা নির্বাহি অফিসার, চৌদ্দগ্রাম; স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ সহ প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস