২৬ জুন ২০১৫ তারিখে মাদক দ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে জেলা প্রশাসন ও মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিপ্তর কর্তৃক বর্ণাঢ্য র্যালি, রচনা ও চিত্রাঙ্কন প্রতিযোগিতা এবং আলোচনা সভার আয়োজন করা হয়। আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কুমিল্লার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মো: হাসানুজ্জামান কল্লোল। এ ছাড়াও বক্তব্য রাখেন কুমিল্লার পুলিশ সুপার, সিভিল সার্জন, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক এবং জেলা শিক্ষা অফিসার। জেলা প্রশাসক মহোদয় মাদক বিরোধী দেশ গড়ার জন্য সকলকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস