৫ ফেব্রুয়ারি ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে বর্তমান সরকারের রুপকল্প ২০১৪ এর ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণের লক্ষ্যে ন্যাশনাল আই সি টি ইনফ্রা নেটওয়ার্ক ফর বাংলাদেশ গভর্নমেন্ট ফেজ-২ (ইনফো সরকার)এর আওতায় ট্যাবলেট পিসি বিতরণ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দপ্তরের প্রধান এবং কর্মকর্তাদের মাঝে ট্যাবলেট পিসি বিতরণ করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। এসময় জেলা প্রশাসক মহোদয় তার ভাষণে জঙ্গিবাদমুক্ত এবং ডিজিটাল বাংলাদেশ বিনির্মানে গৃহিত পদক্ষেপ সমূহের জন্য গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এর প্রতি সকলের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ জানান এবং দেশ কে সামনে এগিয়ে নিয়ে যাওয়ার দৃঢ় প্রত্যয় ব্যাক্ত করেন।এসময় জেলা পরিষদ প্রশাসক, এস পি, সিভিল সার্জন, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সকল সরকারি প্রতিষ্ঠানের প্রধানগনসহ বিভিন্ন প্রিন্ট মিডিয়াকর্মী উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস