১৩ মে, ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে দীর্ঘ ২২ বছর পর জাতীয় কবি কাজী নজরুল ইসলাম এর ১১৬ তম জন্মবার্ষিকী জাতীয়ভাবে কুমিল্লায় উদযাপন উপলক্ষে গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রীর কুমিল্লা জেলার সফর বিষয়ে বিশেষ প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য জনাব আ ক ম বাহাউদ্দীন। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। এসময় পুলিশ সুপার, কুমিল্লা; সিভিল সার্জন, কুমিল্লা, উপজেলা পরিষদ চেয়ারম্যান, বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, প্রধান নির্বাহী কর্মকর্তা, জেলা পরিষদ; প্রধান নির্বাহী কর্মকর্তা, সিটি কর্পোরেশন, উপ-পরিচালক (স্থানীয় সরকার), অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আইন-শৃংখলা রক্ষাকারী অন্যান্য বাহিনীর প্রতিনিধিবর্গ, সুশীল সমাজের প্রতিনিধিবর্গ, বিভিন্ন স্কুল- কলেজের প্রধানগন, প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার কর্মীবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস