Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তিতে কুমিল্লা আবারও শীর্ষে
বিস্তারিত

দেশের ৬৪ জেলার মধ্যে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা এবং মামলা নিষ্পত্তিতে শীর্ষে রয়েছে কুমিল্লা জেলা। এ নিয়ে পরপর দু’বার শীর্ষে অবস্থান নিয়েছে কুমিল্লা। গত সেপ্টেম্বর মাসের পরিসংখ্যানের ভিত্তিতে কুমিল্লা জেলা সর্বোচ্চ সংখ্যক ভ্রাম্যমাণ আদালত পরিচালনা ও সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তির ক্ষেত্রে উল্লেখযোগ্য অবদান রাখায় বিশেষভাবে প্রশংসিত হয়েছে। এর আগে আগস্টমাসেও অনুরূপ প্রশংসিত হয়েছিল। কুমিল্লা জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোলকে এই অবদানের জন্য ধন্যবাদ জানিয়েছে মন্ত্রী পরিষদ বিভাগ। এ বিভাগের সিনিয়র সহকারী সচিব কাজী এমদাদুল ইসলাম প্রেরিত এক পত্রে এ তথ্য জানা গেছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কে অনুষ্ঠিত জেলা আইনশৃংখলা কমিটির সভায় বিষয়টি উত্থাপন করেন অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন। এ সময় সভায় উপস্থিত সকলে করতালি দিয়ে জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোলকে অভিনন্দন জানান। আগস্ট মাসে সর্বোচ্চ ১৮৪টি মোবাইল কোর্ট পরিচালনা ও সর্বোচ্চ ৪২৪টি মামলা নিষ্পত্তি করেছে জেলা প্রশাসন। জানা যায়, আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে কুমিল্লায় আরো বেশি মোবাইল কোর্ট পরিচালনা ও আরো অধিক সংখ্যক মামলা নিষ্পত্তি এবং আরো অধিক টাকা জরিমানা আদায় করা হয়েছে। সূত্র মতে সেপ্টেম্বর মাসে আগস্ট মাসের তুলনায় ৭টি মোবাইল কোর্ট বেশি পরিচালনা করা হয়েছে অর্থাৎ আগস্ট মাসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৮৪টি এবং সেপ্টেম্বর মাসে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে ১৯১টি। আগস্ট মাসের তুলনায় সেপ্টেম্বর মাসে মামলা বেশি নিষ্পত্তি করা হয়েছে ৩৫টি অর্থাৎ আগস্ট মাসে মামলা নিষ্পত্তি করা হয়েছে ৪২৪টি এবং সেপ্টেম্বর মাসে মামলা নিষ্পত্তি করা হয়েছে ৪৫৯টি। জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল গতকাল অনুষ্ঠিত আইনশৃংখলা কমিটির সভায় উপস্থিত সকলের করতালির দেয়ার পর অনুভূতি প্রকাশকালে বলেন, সাফল্যের এ ধারাবাহিকতা আমাদের রক্ষা করতে হবে।

সৌজন্যেঃ কুমিল্লার কাগজ (পত্রিকা)

ছবি
ডাউনলোড