"নারীর ক্ষমতায়ন-মানবতার উন্নয়ন" এই প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে ৮ মার্চ ২০১৫ খ্রিঃ তারিথ আন্তর্জাতিক নারী দিবস-২০১৫ উদযাপন উপলক্ষ্যে কুমিল্লা টাউন হল মিলনায়তনে কুমিল্লা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে “মেলা”র আয়োজন করা হয়। নারী দিবস উপলক্ষে আয়োজিত এ মেলা উদ্বোধন করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো; হাসানুজ্জামান কল্লোল। জেলা প্রশাসক মহোদয় এসময় নারী জাগরণের অগ্রপথিক নবাব ফয়জুন্নেসা চৌধুরানীর প্রতিকৃতিতে পুস্পস্তবক অর্পন করেন। পরবর্তীতে তিনি কুমিল্লা জেলার বিভিন্ন নারী সংগঠন এবং এনজিও কর্তৃক মেলায় দেওয়া স্টল সমূহ পরিদর্শন করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস