শিরোনাম
মোবাইল কোর্ট পরিচালনায় সমগ্র বাংলাদেশে ২টি ক্যাটাগরিতে প্রথম কুমিল্লা জেলা
বিস্তারিত
২০১৪ সালের আগস্ট মাসে মোবাইল কোর্টে ১৮৪ টি অভিযান পরিচালনা করে এবং ৪২৪ টি মামলা নিষ্পত্তি করে কুমিল্লা জেলা ২ টি ক্যাটাগরিতে সমগ্র বাংলাদেশে প্রথম স্থান অধিকার করেছে । মন্ত্রিপরিষদ বিভাগ থেকে কুমিল্লা জেলার বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোলকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়েছে । বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট সংশ্লিষ্ট সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট এবং সকল উপজেলা নির্বাহী অফিসারবৃন্দকে ধন্যবাদ জ্ঞাপন করেছেন । এই ধারা অব্যাহত রাখার জন্য তিনি সকল এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটকে আহ্বান জানিয়েছেন। উল্লেখ্য যে , জুন ২০১৪ সালে মোবাইল কোর্ট সংখ্যা ছিল ১০৮ টি , নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ২৬৬ টি এবং মোট ৩ লক্ষ ৫৪ হাজার ৯৫০ টাকা জরিমানা আদায় করা হয় । জুলাই ২০১৪ সালে মোবাইল কোর্টের সংখ্যা ছিল ১৫১ টি , নিষ্পত্তি হওয়া মামলার সংখ্যা ৪৪২ টি এবং মোট ৯ লক্ষ ৪৫ হাজার ৬০০ টাকা জরিমানা আদায় করা হয় । আগস্ট ২০১৪ সালে মোট ১০ লক্ষ ২২ হাজার ৩৯০ টাকা জরিমানা আদায় করা হয়েছে ।