আজ শুক্রবার, ২০ মে ২০১৬ খ্রি. সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ঘূর্ণিঝড় রুয়ান মোকাবেলা করার লক্ষ্যে জেলা দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির জরুরী সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। সভায় দুর্যোগ মোকাবেলা ও জননিরাপত্তার সাথে সংশ্লিষ্ট সকল বিভাগের কর্মকর্তা-কর্মচারীদের কর্মস্থলে থাকার নির্দেশনা প্রদান করা হয়। সেইসাথে উপজেলা ও ইউনিয়নের জনপ্রতিনিধি, কর্মকর্তা-কর্মচারীসহ সশ্লিষ্ট ব্যক্তিবর্গকে সতর্ক অবস্থায় থাকার এবং জানমালের নিরাপত্তায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেয়া হয়। সভায় অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক, অতিরিক্ত পুলিশ সুপার, জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, এন জি ও প্রতিনিধি, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস