কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক, জনাব মো: হাসানুজ্জামান কল্লোল এর সভাপতিত্বে অদ্য ২৩.০৯.২০১৪ তারিখ বেলা : ১২.০০ টায়, জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ‘‘কুমিল্লা (বালুতোপা) - বিবির বাজার স্থল বন্দর সড়ক উন্নয়ন প্রকল্প’’ বাস্তবায়নের জন্য এল.এ. মামলা নম্বর ০৫/২০০৯-২০১০ মূলে অধিগ্রহণকৃত ভূমির ক্ষতিগ্রস্তদের মধ্যে ক্ষতিপূরণের চেক বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ নির্বাচনী এলাকার মাননীয় সংসদ সদস্য জনাব আ ক ম বাহাউদ্দিন (বাহার)। প্রধান অতিথি ও সভাপতি মহোদয় কর্তৃক উক্ত অনুষ্ঠানে ১২ জন ক্ষতিগ্রস্ত ব্যক্তিকে ১,২৫,৫৮,৬১৫/৫১ (এক কোটি পঁচিশ লক্ষ আটান্ন হাজার ছয়শত পনের টাকা, পয়সা একান্ন) টাকার ক্ষতিপূরণের চেক প্রদান করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস