বাংলাদেশ এ্যাডমিনিস্ট্রেটিভ সার্ভিস এসোসিয়েশন কুমিল্লা শাখার আয়োজনে কুমিল্লায় তিন দিনব্যাপি মোবাইল কোর্ট প্রশিক্ষণ কর্মশালা শুরু হয়েছে। গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন করেন জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল। তিনি এ কর্মশালায় সভাপতিত্বও করেন। কর্মশালায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুগ্ম সচিব ও জোনাল সেটেলমেন্ট অফিসার মো: ওমর ফারুক, যুগ্ম সচিব ও জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা আবদুল আজিজ। প্রশিক্ষক হিসেবে এ কর্মশালায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিন, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সানাউল হক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট মুহম্মদ গোলামুর রহমান। কর্মশালায় জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিভিন্ন উপজেলার সহকারী কমিশনার (ভূমি) অংশগ্রহণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস