শুক্রবার ১৯ ডিসেম্বর ২০১৪ খ্রিঃ কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতার ৪৩ বসর পর প্রথমবার এর মত কুমিল্লা জেলার ১৫ বীর নারী মুক্তিযোদ্ধাদের (বীরাঙ্গনা) মাঝে ১ একর ৭ শতক খাসজমি বিতরন করা হয়। বীর নারী মুক্তিযোদ্ধাদের হাতে কবুলিয়তনামার সার্টিফাইড কপি ও নামজারি খতিয়ান তুলে দেন এ অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার এর জনপ্রশাসন মন্ত্রনালয় এর সিনিয়র সচিব ডঃ কামাল আব্দুল নাসের চৌধুরী মহোদয়। কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল মহোদয় এর সভাপতিত্বে এবং সার্বিক দিক নির্দেশনায় মহান বিজয় দিবস উপলক্ষে অভূতপূর্ব এই বিতরণ কর্মসূচী সম্পন্ন হয়। এসময় বীর নারী মুক্তিযোদ্ধা, উপজেলা নির্বাহী কর্মকর্তাবৃন্দ, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, সুশীল সমাজের প্রতিনিধি সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস