রবিবার ৭ই ডিসেম্বর ২০১৪ খ্রিঃ কুমিল্লা জেলার বরুড়া উপজেলার মুগুজী কমিউনিটি ক্লিনিক এ সোলার প্যানেল উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। উল্লেখ্য ইতিপূর্বে জেলা প্রশাসন কুমিল্লা এর উদ্যোগে টি আর প্রকল্পের বরাদ্দ হতে সোলার প্যানেল স্থাপনের সিদ্ধান্ত গৃহীত হয়েছিল । সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত উপজেলা নির্বাহী অফিসার এবং উপজেলা চেয়ারম্যান, বরুড়া।
এছাড়াও তিনি বরুড়া উপজেলায় উপজেলা পর্যায়ের কর্মকর্তা, নির্বাচিত প্রতিনিধি , শিক্ষা প্রতিষ্ঠানের প্রধান, বীর মুক্তিযোদ্ধা ও স্থানীয় গণ্যমান্য বাক্তিবর্গের সাথে মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসক মহোদয় বরুড়া উপজেলাতে উপজেলা নির্বাহী অফিসার এর তত্ত্বাবধানে পরিচালিত বরুড়া পৌর বালিকা সরকারি প্রাথমিক বিদ্যালয় এ "উচ্ছ্বাসে পূর্ণ শৈশব ক্যাম্পাস" এর উদ্বোধন করেন । পরবর্তীতে সন্মানিত জেলা প্রশাসক মহোদয় প্রাক-প্রাথমিক শিক্ষার্থীদের সাথে আনন্দঘন মুহূর্ত কাটান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস