১৫ আগস্ট ২০১৪ স্বাধীনতার মহান স্থপতি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৩৯তম শাহাদত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জেলা প্রশাসক মহোদয়ের নির্দেশনায় এই প্রথম জেলা প্রশাসনের উদ্যোগে সকাল ৯.০০টায় কুমিল্লা টাউন হল হতে জেলা শিল্পকলা একাডেমি পর্যন্ত শোক র্যালীর আয়োজন করা হয়। শোক র্যালী শেষে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পতিকৃতিতে পুষ্পমাল্য অর্পন করা হয়। এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার, কুমিল্লার জেলা প্রশাসক জনাব হাসানুজ্জামান কল্লোল, পুলিশ সুপার জনাব টুটুল চক্রবর্তী এবং বিভিন্ন সরকারি দপ্তরের জেলা পর্যায়ের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, বিভিন্ন শিক্ষা ও সাংস্কৃতিক প্রতিষ্ঠনের সদস্যগণ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস