শিরোনাম
জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৪ এর লাকসাম ভেন্যুর আঞ্চলিক ফাইনাল খেলায় লাকসাম জয়ী......
বিস্তারিত
"মাদকের বিরুদ্ধে ফুটবল" এই প্রতিপাদ্যকে সামনে রেখে বিগত ২১ অক্টোবর ২০১৪ খ্রিঃ থেকে কুমিল্লা জেলায় শুরু হওয়া জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট-২০১৪ এর লাকসাম ভেন্যুর আঞ্চলিক ফাইনাল খেলা ১৬ নভেম্বর ২০১৪ খ্রিঃ রবিবার অনুষ্ঠিত হয়। আজকের আঞ্চলিক ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৯ আসনের মাননীয় সংসদ সদস্য ও বিদ্যুৎ, জ্বালানী ও খনিজ সম্পদ মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি জনাব মোঃ তাজুল ইসলাম এবং সভাপতির আসন অলংকৃত করেন কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক ও জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সম্মানিত পুলিশ সুপার জনাব টুটুল চক্রবর্তী, যমুনা ব্যাংক লিঃ এর সম্মানিত চেয়ারম্যান, সাবেক সংসদ সদস্য এবং জাতিসংঘ কর্তৃক নিযুক্ত এ্যান্টি-ড্রাগ মুভমেন্টের সভাপতি জনাব নূর মোহাম্মদ, লাকসাম উপজেলার সম্মানিত চেয়ারম্যান জনাব মোঃ ইউনুছ ভূঁইয়া সহ জেলার বিভিন্ন উপজেলার সম্মানিত উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ। খেলায় লাকসাম উপজেলা আদর্শ সদর উপজেলাকে ১-০ গোলে পরাজিত করে। খেলা শেষে সম্মানিত অতিথিবৃন্দ আঞ্চলিক চ্যাম্পিয়ান ও রানার-আপ দলের মধ্যে ট্রফি ও মেডেল বিতরণ করেন।