মঙ্গলবার ১৩ জানুয়ারি ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলা প্রশাসকের কার্যালয়ের সম্মেলন কক্ষে ডিজিটাল উদ্ভাবনী মেলা ২০১৫ এর প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়। অনুষ্ঠিত এ সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। উক্ত সভায় উপস্থিত কর্মকর্তাবৃন্দকে নববর্ষের শুভেচ্ছা জানাতে উপস্থিত হন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার। তিনি তার বক্তৃতায় উপস্থিত সকলকে ন্যায়, নিষ্ঠা ,সততা ও দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে দায়িত্ব পালনের আহ্বান জানান। এসময় জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, জেলা পর্যায়ের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, উপজেলা চেয়ারম্যানগন, উপজেলা নির্বাহী অফিসারবৃন্দ , জেলা ইনোভেশন টিমের সদস্যবৃন্দ, সরকারি ও বেসরকারি ব্যাংক কর্মকর্তা, মোবাইল ফোন কোম্পানির প্রতিনিধি, উদ্যোক্তা, এনজিও প্রতিনিধি,আইটি প্রতিষ্ঠানের কর্মী, প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ সহ সংশ্লিষ্ট ব্যাক্তিবর্গ এ সভায় উপস্থিত ছিলেন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস