৮ মে, ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে জেলা প্রশাসন, কুমিল্লা এবং জেলা শিল্পকলা একাডেমীর আয়োজনে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এর ১৫৪ তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষে আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এ আয়োজনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল।এ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা ম্যজিস্ট্রেট এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদ চেয়ারম্যান, আদর্শ সদর; বিভিন্ন কলেজের অধ্যক্ষবৃন্দ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি)। এসময় বিশিষ্ট রবীন্দ্র গবেষক, উপজেলা নির্বাহী অফিসার, জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, আলোচক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, শিক্ষকবৃন্দ , শিক্ষার্থী, প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার কর্মীবৃন্দ সহ সংশ্লিষ্ট সকলে উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস