Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস কুমিল্লায় জেলা প্রশাসনসহ বিভিন সংস্থার ব্যাপক কর্মসূচি
বিস্তারিত

আজ আন্তর্জাতিক সাক্ষরতা দিবস। দিবসটি উপলে জেলা প্রশাসনসহ বিভিন্ন সংগঠন ও সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। জেলা প্রশাসনের উদ্যোগে আজ সোমবার সকাল ৯টায় কুমিল্লা টাউন হল প্রাঙ্গণ হতে এক র‍্যালি শুরু হয়ে জেলা শিল্পকলা একাডেমীতে শেষ হবে। র্যালি শেষে সকাল সাড়ে ৯টায় দিবসের তাৎপর্য তুলে ধরে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এ কর্মসূচিকে সফল করার আহবান জানিয়েছেন জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল। উল্লেখ্য, দিবসের এবারের প্রতিপাদ্য ‘টেকসই উন্নয়নের মূল কথা সাক্ষরতা আর দক্ষতা।’ এদিকে দিবসটি পালন উপলে দর্পন সামাজিক সংস্থা, চট্টগ্রাম সমিতিসহ বেশ কয়েকটি সংগঠন ও সংস্থা ব্যাপক কর্মসূচি গ্রহণ করেছে। দর্পন কর্মসূচি পালন করবে বাগিচাগাও নিজস্ব কার্যালয়ে ও চট্টগ্রাম সমিতি কর্মসূচি পালন করবে টাউন হল সম্মেলন কক্ষে উভয় সংস্থাই আলোচনা সভায় আয়োজন করেছে বিকাল ৪টায়।

সৌজন্যে ঃকুমিল্লার কাগজ

ছবি
ডাউনলোড