১৭ মার্চ ২০১৫ খ্রিঃ মঙ্গলবার জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৯৬তম জন্মদিবস এবং জাতীয় শিশু দিবস উপলক্ষে জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে "বঙ্গবন্ধুর জন্মদিনের অঙ্গীকার, আমরা হব তাঁর আদর্শের উত্তরাধিকার" শীর্ষক আলোচনা সভা, পুরস্কার বিতরণ ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা-৬ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আ ক ম বাহাউদ্দিন। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলার সম্মানিত পুলিশ সুপার, সম্মানিত জেলা পরিষদ প্রশাসকসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।পরে সম্মানিত অতিথিবৃন্দ সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেন এবং ১০ দিনব্যাপী চলমান শিশুদের জন্য ৭ই মার্চের ভাষণ, চিত্রাংকণ, রচনা, বঙ্গবন্ধুর উপর রচিত গান, সুন্দর হাতের লেখা, গল্প বলা প্রতিযোগিতায় বিজয়ীদের ভিতরে পুরস্কার বিতরণ করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস