কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজে শনিবার,৬ আগষ্ট, ২০১৬ সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে ছাত্র-শিক্ষক ও অভিভাবক সমাবেশে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মো: হাসানুজ্জামান কল্লোল মহোদয়। ইসলামের সঠিক মূল্যবোধ রপ্ত করে সন্ত্রাস, জঙ্গিবাদ ও নাশকতার বিরুদ্ধে সোচ্চার হয়ে ভবিষ্যতের আধুনিক বাংলাদেশ বিনির্মাণে অগ্রণী ভূমিকা রাখতে উপস্থিত ছাত্র-ছাত্রীদের উদ্দেশ্যে প্রেরণামূলক বক্তব্য রাখেন মান্যবর জেলা প্রশাসক। আলোচ্য সমাবেশে প্রধান অতিথি ছিলেন সদর আসনের মাননীয় সংসদ সদস্য অ ক ম বাহাউদ্দিন বাহার মহোদয় এবং অন্যান্যদের মধ্যে ছিলেন সম্মানিত জেলা পুলিশ সুপার, অধ্যক্ষ ভিক্টোরিয়া সরকারি কলেজ, অভিভাবক ও ছত্র-ছাত্রীবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস