শিরোনাম
২০ সেপ্টেম্বর ২০১৪ খ্রিঃ সকালে কুমিল্লার দূর্গাপুরে কুমিল্লা ইস্পাহানি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী ভাড়ায় চালিত বাস আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত হয়
বিস্তারিত
শনিবার ২০ সেপ্টেম্বর ২০১৪ খ্রিঃ সকালে কুমিল্লার দূর্গাপুরে কুমিল্লা ইস্পাহানি স্কুল এন্ড কলেজের শিক্ষার্থীদের বহনকারী ভাড়ায় চালিত বাস আকস্মিকভাবে নিয়ন্ত্রণ হারিয়ে ফেলে মর্মান্তিক দুর্ঘটনায় কবলিত হয় । এতে রাফসান নামের ষষ্ঠ শ্রেণীর একজন ছাত্র নিহত হয় এবং ১৫ জন শিক্ষার্থী আহত হয় । কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল তাৎক্ষণিকভাবে ঘটনাস্থল পরিদর্শন করেন । এরপর তিনি সম্মিলিত সামরিক হাসপাতাল , কুমিল্লা ও কুমিল্লা টাওয়ার মেডিকেল সেন্টারে চিকিৎসাধীন আহত শিক্ষার্থীদের দেখতে যান এবং সুষ্ঠুভাবে চিকিৎসা হচ্ছে কি না তার খোঁজ নেন । সম্মানিত জেলা প্রশাসক অকালপ্রয়াত ছাত্র রাফসানের পিতার সাথে সাক্ষাত করেন এবং সান্ত্বনা প্রদান করেন । এসময় উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার অতিরিক্ত জেলা প্রশাসক ( সার্বিক ) জনাব এ,কে,এম মামুনুর রশিদ , অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ গোলামুর রহমান , অতিরিক্ত জেলা প্রশাসক ( রাজস্ব) জনাব মোঃ আবদুল মতিন ও কুমিল্লা আদর্শ সদরের উপজেলা নির্বাহী অফিসারসহ জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ ।