৩০ মার্চ ২০১৫ খ্রিঃ কুমিল্লা টাউন হল প্রাঙ্গণে আয়োজিত কুমিল্লা বইমেলার ৭ম দিনে বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম মঞ্চে আলোচনা সভা ও সাংস্কৃতিক উৎসবের আয়োজন করা হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল।সভাপতিত্ব করেন প্রধান নির্বাহী কর্মকর্তা,কুমিল্লা সিটি কর্পোরেশন এবং বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার জোনাল সেটেলমেন্ট অফিসার ও আদর্শ সদর উপজেলার উপজেলা পরিষদ চেয়ারম্যান। আজ আলোচনা সভার বিষয়বস্তু নির্ধারিত ছিল “ সম্পর্ক উন্নয়ন ভাবনা : লেখক, পাঠক, প্রকাশক" এবং সাংস্কৃতিক উৎসবে কুমিল্লা জেলার ব্রাহ্মণপাড়া উপজেলা তাদের আয়োজন পরিবেশন করে ।এসময় অনুষ্ঠান চলাকালীন জেলা প্রশাসক মহোদয় যমুনা টিভি চ্যানেল কে চলমান এ বই মেলা সম্পর্কে সংক্ষিপ্ত একটি সাক্ষাৎকার প্রদান করেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস