২৬ জানুয়ারি ২০১৫ খ্রিঃ বিভাগীয় কমিশনার অফিস, চট্রগ্রাম এর সাথে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে জেলা প্রশাসক সম্মেলন এ সংযুক্ত ছিল জেলা প্রশাসন কুমিল্লা সহ চট্রগ্রাম বিভাগের চট্রগ্রাম, ফেনী, নোয়াখালী, রাঙামাটি, লক্ষ্মীপুর, ব্রাহ্মণবাড়িয়া, চাঁদপুর, বান্দরবন ও কক্সবাজার জেলা। সম্মেলনে চট্রগ্রাম আঞ্চলিক টাস্কফোর্স সভা, বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভা, বিভাগীয় রাজস্ব সম্মেলন, অ্যাডমিন রীজট চট্রগ্রাম ব্যবস্থাপনা কমিটির ৪৭ তম সভা সমূহ অনুষ্ঠিত হয়। এসময় বরাবরের মত ডিসেম্বর ২০১৪ মাসেও মোবাইল কোর্ট পরিচালনা এবং সর্বোচ্চ সংখ্যক মামলা নিষ্পত্তিতে কুমিল্লা জেলা শীর্ষে থাকায় সম্মানিত বিভাগীয় কমিশনার মহোদয় কুমিল্লা জেলার জেলা প্রশাসক মহোদয়কে ধন্যবাদ জানান। উল্লেখ্য দেশের চলমান অস্থিরতাকে বিবেচনায় রেখে এবারের জেলা প্রশাসক সম্মেলন ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে সম্পন্ন করার সিদ্ধান্ত গৃহীত হয়েছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস