শিরোনাম
৪৩ তম গ্রীষ্মকালীন আঞ্চলিক জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা -২০১৪
বিস্তারিত
রবিবার ১৪ সেপ্টেম্বর ২০১৪ খ্রিঃ কুমিল্লার আদর্শ সদর উপজেলার ভাষা সৈনিক শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত স্টেডিয়ামে ৪৩ তম গ্রীষ্মকালীন আঞ্চলিক জাতীয় স্কুল ও মাদ্রাসা ক্রীড়া প্রতিযোগিতা -২০১৪ এর ছাত্র ও ছাত্রীদের ফুটবল প্রতিযোগিতার ফাইনাল খেলা অনুষ্ঠিত হয় । এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক এবং কুমিল্লা জেলা ক্রীড়া সংস্থার সভাপতি জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল । সভায় সভাপতিত্ব করেন মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক ইন্দু ভূষণ ভৌমিক । ফুটবল প্রতিযোগিতায় ছাত্রীদের মধ্যে চ্যাম্পিয়ন হয় ঘাগড়া বালিকা উচ্চ বিদ্যালয় , কাউখালী, রাঙামাটি এবং ছাত্রদের মধ্যে চ্যাম্পিয়ন হয় বিবিরবাজার সরকারি বালক উচ্চ বিদ্যালয় , আদর্শ সদর ,কুমিল্লা । সম্মানিত প্রধান অতিথি বিজয়ী ও বিজিত দলের উদ্দেশ্যে মূল্যবান বক্তব্য রাখেন এবং পুরস্কার বিতরণ করেন ।