মাহে রমজান উপলক্ষে কুমিল্লা জেলা প্রশাসনের তত্ত্বাবধানে নিয়মিত ভ্রাম্যমাণ আদালতের অংশ হিসেবে ২৬ জুন ২০১৫ খ্রি. তারিখে দুটি শেমাই ফ্যাক্টরীতে অভিযান চালিয়ে আনুমানিক ৫০ মণ ভেজাল ও মেয়াদোত্তীর্ণ (ছত্রাক পড়ে যাওয়া) শেমাই জব্দ করা হয় এবং মালিক নিজেই সব শেমাই স্বউদ্যোগে ভ্রাম্যমাণ আদালতের উপস্থিতিতে ধ্বংস করেন। এছাড়াও অন্য ফ্যাক্টরীতে অস্বাস্থ্যকর ও নোংড়া পরিবেশে এবং অননুমোদিতভাবে শেমাইসহ বিভিন্ন খাদ্যদ্রব্য উৎপাদনের অপরাধে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর আওতায় ৩০,০০০ (ত্রিশ হাজার টাকা) জরিমানা করা হয়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের বিজ্ঞ নির্বাহী ম্যাজিস্ট্রেট জনাব মুহাম্মদ আমিমুল এহসান এবং জনাব মাসুদ রানা
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস