মোবাইল কোর্ট পরিচালনা করে মামলা নিস্পত্তি ও জরিমানা আদায়ে শীর্ষস্থান অর্জন করেছে কুমিল্লা জেলা। এজন্য কুমিল্লার জেলা ম্যাজিস্ট্রেট ও জেলা প্রশাসক মোঃ হাসানুজ্জামান কল্লোলকে অভিনন্দন জানিয়েছে মন্ত্রীপরিষদ বিভাগ। চলতি বছরের মার্চ মাসে ৫৬৪টি মামলা নিস্পত্তি ও ১৬ লাখ ৪৬ হাজার টাকা জরিমানা আদায় করে এ দুটি ক্ষেত্রে শীর্ষস্থান অর্জন করে কুমিল্লা। এর আগে মোবাইল কোর্ট পরিচালনায় পাঁচবার প্রথম হয়েছিলো কুমিল্লা জেলা। জেলা প্রশাসক হাসানুজ্জামান কল্লোল কুমিল্লায় যোগ দেয়ার পর বারবার এ সাফল্য অর্জিত হচ্ছে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস