২০/১২/২০১৬ খ্রি: তারিখ রোজ সোমবার স্থানীয় সরকার, চট্টগ্রাম বিভাগ এর উদ্যোগে উপজেলা গভর্ন্যান্স প্রজেক্ট এর অধীন বিভাগীয় পর্যায়ে শিখন_ও_অভিজ্ঞতা_বিনিময় বিষয়ক কর্মশালা স্টেশন ক্লাব, কুমিল্লায় আয়োজিত হয়, যেখানে নোয়াখালী, চাঁদপুর, লক্ষ্মীপুর, ফেনী ও কুমিল্লাসহ ৫টি জেলার উপজেলা নির্বাহী অফিসার, উপজেলা চেয়ারম্যান, উপজেলা ভাইস-চেয়ারম্যান, উপজেলা ভাইস-চেয়ারম্যান(মহিলা) অংশগ্রহণ করেন। আলোচ্য কর্মশালার সভাপতিত্ত্ব করেন পরিচালক, স্থানীয় সরকার চট্টগ্রাম বিভাগ ও সরকারের অতিরিক্ত সচিব জনাব দীপক চক্রবর্তী মহোদয় এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জাহাংগীর আলম মহোদয় ও ইউএনডিপির এ্যাসিসটেন্ট কান্ট্রি ডিরেক্টর মিজ শায়লা খান।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস