মঙ্গলবার ২৩ সেপ্টেম্বর ২০১৪ খ্রিঃ নারী জাগরণের পথিকৃৎ - শিক্ষা , সাহিত্য ও উন্নয়নের অবিসংবাদিত নারী ব্যাক্তিত্ব কুমিল্লার গর্ব নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী'র ১১১তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে জেলা প্রশাসন , কুমিল্লা এই প্রথমবারের মত দিনব্যাপী ব্যাপক কর্মসূচীর আয়োজন করে , যার মধ্যে প্রধান ছিল নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর জীবনী গ্রন্থ প্রকাশ । কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোলের উদ্যোগ ও উৎসাহে নওয়াব ফয়জুন্নেছা বিষয়ক বিশিষ্ট গবেষক এডভোকেট গোলাম ফারুকের রচনায় জেলা প্রশাসন কর্তৃক ''নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণী'' নামের বইটি মঙ্গলবার প্রকাশিত হয় । সন্ধ্যায় নগরীর টাউন হল মিলনায়তনে কুমিল্লা জেলার মাননীয় জনপ্রতিনিধিবৃন্দ , রাজনৈতিক,সামাজিক , সাংস্কৃতিক বিশিষ্ট ব্যাক্তিবর্গ ,শিক্ষাবিদ , জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দসহ জেলার অন্যান্য সরকারী কর্মকর্তাবৃন্দ , সাংবাদিকসহ গণ্যমান্য ব্যাক্তিবর্গের উপস্থিতিতে বইটির মোড়ক উন্মোচন করেন কুমিল্লা ৬ আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার । অনুষ্ঠানের সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সুগ্য জেলা প্রশাসক । ৩২৮ পৃষ্ঠার তথ্যবহুল এই বইটিতে মহীয়সী নারী নওয়াব ফয়জুন্নেছার জীবন ও কর্মযজ্ঞ , বাংলার ইতিহাসে কুমিল্লা ,সমসাময়িক প্রেক্ষাপটের উপর আলোকপাত করা হয়েছে । নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর জীবন ও মানবকল্যানে তাঁর অনন্য অবদানকে সাধারণ জনগণ , বিশেষ করে তরুণ প্রজন্মকে অবহিত করা ও রাষ্ট্রীয় পর্যায়ে তাঁর অবদানের স্বীকৃতি অর্জনের উদ্দেশ্যে জেলা প্রশাসন ,কুমিল্লার এই মহতী উদ্যোগ বাংলাদেশে অদ্বিতীয় ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস