শিরোনাম
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০১৪ খ্রিঃ কুমিল্লা জেলার শিক্ষাপ্রসারের অগ্রদূত মহীয়সী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাসভবন ও নিকটবর্তী স্মৃতিবিজড়িত স্থান দর্শন করেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল ।
বিস্তারিত
মঙ্গলবার ১৬ সেপ্টেম্বর ২০১৪ খ্রিঃ কুমিল্লা জেলার শিক্ষাপ্রসারের অগ্রদূত মহীয়সী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর কুমিল্লা জেলার লাকসাম উপজেলার বাসভবন ও নিকটবর্তী স্মৃতিবিজড়িত স্থান দর্শন করেন কুমিল্লা জেলার সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল । এসময় জেলা প্রশাসক মহোদয় নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর প্রতি শ্রদ্ধাজ্ঞাপন ও পুষ্পস্তবক অর্পণ করেন এবং এই মহীয়সী নারীর আত্মার মাগফিরাত কামনা করে প্রার্থনা করেন । তিনি নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর বাসভবনের সংস্কার করা ও স্মৃতি সংরক্ষণের ব্যবস্থা নেওয়ার ব্যাপারে গুরুত্বারোপ করেন । পরে তিনি নওয়াব ফয়জুন্নেছা সরকারী কলেজ দর্শন করেন ।