২৩ মার্চ ২০১৫ খ্রিঃ সোমবার কুমিল্লার শিল্পকলা একাডেমী মিলনায়তনে ডিজিটাল উদ্ভাবনী মেলা-২০১৫ এর পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা BARD এর সম্মানিত মহাপরিচালক জনাব সালাহউদ্দিন মাহমুদ এবং সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সম্মানিত যুগ্ম-সচিব ও কুমিল্লার সাবেক জেলা প্রশাসক জনাব মোঃ মঞ্জুরুর রহমান। এর আগে মেলা পরিদর্শণ করেন সম্মানিত অতিথিবৃন্দ। পরে বিভিন্ন ইভেন্টে পুরস্কার বিতরণ করা হয় যেখানে ভিডিও কনফারেন্সিং (স্কাইপ) এর মাধ্যমে গণশুনানী, জেলা প্রশাসকের কার্যালয়ে NESS ব্যবহারের উচ্চহার, সার্ভে ও দেওয়ানী ট্রাইব্যুনাল মামলার পেন্ডিং SF এর সংখ্যা হ্রাস প্রভৃতি বিষয়ের জন্য সেরা সরকারি কর্মকর্তার পুরস্কার গ্রহণ করেন কুমিল্লার সম্মানিত জেলা প্রশাসক। সবশেষে সাংস্কৃতিক পরিবেশনা উপভোগ করেন সম্মানিত অতিথিবৃন্দ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস