৩০ মার্চ ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে মহান স্বাধীনতা যুদ্ধে শহীদ একমাত্র ডিসি কুমিল্লা জেলার শহীদ ডিসি এ কে এম সামসুল হক খান এর মৃত্যুবার্ষিকী উপলক্ষ্যে স্মরণসভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। সভার শুরুতে স্বাধীনতা যুদ্ধে শহীদ কুমিল্লার ডিসি, শহীদ কুমিল্লার এসপি এবং শহীদ সকল মুক্তিযোদ্ধাদের স্মরণে দাঁড়িয়ে এক মিনিট নিরবতা পালন এবং শেষে তাদের রুহের মাগফেরাত কামনায় মোনাজাত করা হয়। জেলা প্রশাসক মহোদয় এসময় স্বাধীনতা যুদ্ধে শহীদ ডিসি এ কে এম সামসুল হক খান এর অবদান সকলের সামনে তুলে ধরেন। সভায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান এবং কুমিল্লা সরকারি মহিলা কলেজ এর অধ্যক্ষ। এসময় অতিরিক্ত জেলা প্রশাসকবৃন্দ, উপজেলা নির্বাহী কর্মকর্তাগণ, জেলা প্রশাসনের সকল কর্মকর্তাবৃন্দ ও কর্মচারীগণ এবং প্রিন্ট মিডিয়ার কর্মীবৃন্দ উপস্থিত ছিলেন।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস