রবীন্দ্রনাথ ঠাকুর সাহিত্য ছাড়াও ভারত উপমহাদেশে সাধারণ মানুষের কল্যাণে কাজ করেছেন। মানুষে মানুষে ভেদাভেদ ভূলে মানবতার জয়গান গেয়েছেন। তার সাহিত্য কর্মে আমাদের বাংলা ভাষা সমৃদ্ধি অর্জন করেছে। তাই রবীন্দ্রনাথ আমাদের জাতীয় প্রেরণার উৎস। গতকাল জেলা শিল্পকলা একাডেমীতে আয়োজিত রবীন্দ্র প্রয়াণ দিবসে জেলা প্রশাসক মো: হাসানুজ্জামান কল্লোল এ কথা বলেন। সন্ধ্যা সাড়ে ৭টায় অনুষ্ঠিত এ আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন প্রথম আলোর স্টাফ রিপোর্টার গাজীউল হক সোহাগ, কালচারাল কমপ্লেক্সের সাধারণ সম্পাদক ফরিদ উদ্দিন সিদ্দিকী, সাংবাদিক অশোক বড়ুয়া। উপস্থিত ছিলেন স্থানীয় সরকার কুমিল্লা অঞ্চলের উপ পরিচালক সঞ্জয় কুমার ভৌমিক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট গোলামুর রহমান, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) একেএম মামুনুর রশিদ, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মোহাম্মদ সানাউল হক, অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) আবদুল মতিনসহ প্রশাসনের উর্ধ্বতন কর্মকর্তারা। জেলা কালচারাল অফিসার বশিরুল আনোয়ারের সঞ্চালনায় অনুষ্ঠানে মনোমুগ্ধ সঙ্গীত পরিবেশন করেন জেলা শিল্পকলা একাডেমীর শিল্পীবৃন্দ।
সৌজন্যেঃকুমিল্লার কাগজ(পত্রিকা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস