২৬ মে, ২০১৫ খ্রিঃ কুমিল্লা জেলার বীরচন্দ্রনগর মিলনায়তন (টাউন হল) প্রাঙ্গণে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয় ও জেলা প্রশাসন, কুমিল্লা এর আয়োজনে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের ১১৬ তম জন্মবার্ষিকী ১ম বারের মত কুমিল্লায় জাতীয়ভাবে উদযাপন উপলক্ষে আয়োজিত ০৩ দিনব্যাপী বর্ণাঢ্য অনুষ্ঠানমালার ২য় দিনে আলোচনা অনুষ্ঠান এবং কুমিল্লা জেলা শিল্পকলা একাডেমীসহ চাঁদপুর ও ব্রাহ্মণবাড়ীয়া জেলার সাংস্কৃতিক পরিবেশনা অনুষ্ঠিত হয়। এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কুমিল্লা ৭ আসনের মাননীয় সংসদ সদস্য অধ্যাপক মোঃ আলী আশরাফ।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কুমিল্লা জেলার সম্মানিত জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল।নজরুল স্মারক বক্তা হিসাবে উপস্থিত ছিলেন বিশিষ্ট নজরুল গবেষক অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন চেয়ারম্যান, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ড প্রফেসর ইন্দূ ভূষণ ভৌমিক ; উপসচিব, জনপ্রশাসন মন্ত্রণালয় এবং বিশিষ্ট নজরুল গবেষক এ এফ এম হায়াতুল্লাহ, জেলা প্রশাসক চাঁদপুর জনাব মোঃ ইসমাইল হোসেন, প্রশাসক, জেলা পরিষদ; অধ্যক্ষ, কুমিল্লা সরকারি কলেজ এবং কমান্ডার, জেলা মুক্তিযোদ্ধা সংসদ।উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক মহোদয়ের সহধর্মিণী ডাঃ শেখ মুসলিমা মুন। আলোচনা অনুষ্ঠানের এক পর্যায়ে জেলা প্রশাসন, কুমিল্লা কর্তৃক প্রকাশিত অধ্যাপক শান্তিরঞ্জন ভৌমিক এর ‘অঞ্জলি লহ মোর’ গ্রন্থের মোড়ক উন্মোচন করা হয়।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস