কুমিল্লা জেলার মানসম্মত শিক্ষা এবং শিক্ষা প্রতিষ্ঠানসমূহে তথ্য প্রযুক্তির যথাযথ ব্যবহার নিশ্চিতকরণের লক্ষ্যে কুমিল্লা জেলা প্রশাসন নব উদ্ভাবণী কার্যক্রম গ্রহণ করেছে। জেলা প্রশাসক জনাব মো: হাসানুজ্জামান কল্লোল এর ব্যক্তিগত উদ্যোগ এবং ঐকান্তিক প্রচেষ্টায় জেলার মাধ্যমিক বিদ্যালয়, মাদ্রাসা এবং প্রাথমিক বিদ্যালয়সমূহকে তথ্য প্রযুক্তির সাথে নিবিড় সংযোগ স্থাপনের উদ্দেশ্য নিয়ে শিক্ষকদের প্রশিক্ষণের মাধ্যমে প্রচলিত শিক্ষা ব্যবস্থাকে ডিজিটাইজড করার লক্ষ্যে জেলা ও উপজেলা প্রশাসন নিরলসভাবে কাজ করে যাচ্ছে।
এ লক্ষ্যকে ফলপ্রসু করার নিমিত্ত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের প্রধানগণকে মাল্টিমিডিয়া ক্লাশরুম ব্যবহার ও ডিজিটাল কন্টেন্ট তেরীর বিষয়ে ২ (দুই) দিন ব্যাপী প্রশিক্ষণ প্রদান করা হয়। তথ্য প্রযুক্তি এবং শিক্ষা বিষয়ে বিশেষজ্ঞ সমন্বয়ে গঠিত একটি বিশেষজ্ঞ দল এ প্রশিক্ষণ কার্যক্রম পরিচালনা করে থাকেন। এ প্রশিক্ষণের মাধ্যমে প্রধান শিক্ষকগণ মাল্টিমিডিয়া ক্লাশরুম ও ডিজিটাল কন্টেন্ট তৈরীর বিষয়ে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে ব্যবহারিক জ্ঞানে সমৃদ্ধ হতে পারছেন এবং তথ্য প্রযুক্তি সম্পর্কে দক্ষতা বৃদ্ধির পাশাপাশি তথ্য প্রযুক্তি ব্যবহারে আরো বেশি উৎসাহী হচ্ছেন।
তথ্য ও যোগাযোগ প্রযুক্তির ক্ষেত্রে অগ্রণী ভূমিকা পালনে নেতৃত্ব প্রদানকারী কুমিল্লার জেলা প্রশাসক জনাব মো: হাসানুজ্জামান কল্লোল এর নির্দেশনা মোতাবেক দেবীদ্বার উপজেলায় বিগত ১ জুন ২০১৫ থেকে এ কার্যক্রম আনুষ্ঠানিকভাবে শুরু করা হয়। ইতোমধ্যে জেলার ১৬টি উপজেলার মধ্যে ৮টি উপজেলায় উপজেলা নির্বাহী অফিসারের সার্বিক তত্ত্বাবধানে এ প্রশিক্ষণ কার্যক্রম চালু হয়েছে। জেলা প্রশাসক নিজে প্রতিটি অনুষ্ঠানে উপস্থিত থেকে এ সকল কর্মসূচির উদ্বোধন করেন এবং প্রশিক্ষণ কর্মসূচির অগ্রগতি নিয়মিত পর্যালোচনা করছেন।
ইতোমধ্যে জেলা প্রশাসকের উদ্যোগের ফলে কুমিল্লা জেলায় চলমান শিক্ষাপ্রতিষ্ঠান প্রধান -দের এ কর্মসূচির ফলে শিক্ষা প্রতিষ্ঠানসমূহে আধুনিক তথ্য প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে শিক্ষা ব্যবস্থার গুণগত মানে ইতিবাচক পরিবর্তন এবং স্থানীয়ভাবে এ উদ্যোগটি শিক্ষা সংশ্লিষ্ট ব্যক্তিবর্গের পাশাপাশি সচেতন সমাজের মাঝে ব্যাপক উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে এবং প্রশংসা পাচ্ছে। অবশিষ্ট উপজেলাগুলোতে দ্রুততম সময়ে প্রশিক্ষণ কর্মসূচি শুরুর ব্যবস্থা নেয়া হচ্ছে। জেলার সকল উপজেলায় এ কর্মসূচি চালু হলে তথ্য প্রযুক্তির মাধ্যমে মানসম্মত শিক্ষা বিস্তারের পাশাপাশি ডিজিটাল বাংলাদেশ বিনির্মাণে কুমিল্লা জেলা আরো একধাপ এগিয়ে যাবে এবং কুমিল্লা জেলার অনন্য এ উদ্যোগটি দৃষ্টান্ত হয়ে থাকবে।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস