Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
কুমিল্লায় যাত্রীবাহী বাসে অজ্ঞাতনামা দুষ্কৃতিকারীদের পেট্রোল বোমা নিক্ষেপ
বিস্তারিত

 

০২/০২/২০১৫ তারিখ দিবাগত রাত ৩.৩০ টায় কুমিল্লা জেলার চৌদ্দগ্রাম উপজেলাধীন হোটেল টাইমস স্কয়ারের সন্নিকটে (দক্ষিণে) ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের উপর কক্সবাজার হতে ছেড়ে আসা ঢাকাগামী (গাড়ি নং-ঢাকা মেট্রো-ব-১৪-৪০৮০) আইকন পরিবহনের যাত্রীবাহী বাসে অজ্ঞাতনামা বিএনপি/জামায়াত/শিবিরের দুষ্কৃতিকারীরা পেট্রোল বোমা মেরে আগুন লাগিয়ে দেয়। আগুনে ০৭ জন যাত্রী গাড়ির মধ্যে অগ্নিদগ্ধ হয়ে মারা যায় এবং ২২ জন যাত্রী আহত হয়। এদের মধ্যে ১৯ জনকে চিকিৎসার জন্য চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। চৌদ্দগ্রাম উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে ০৩ জনকে আশংকাজনক অবস্থায় কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরবর্তিতে আরো ০৩ জন কে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয় এবং সরাসরি ০৩ জন ভর্তি হয়। কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল থেকে উক্ত ০৯ জনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। মোট ২২ জনের মধ্যে বাকী ১৩ জনকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেয়া হয়। এসময় ঘটনাস্থলে উপস্থিত হন গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় রেলমন্ত্রী জনাব মোঃ মুজিবুল হক।ঘটনার প্রেক্ষিতে জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল ভোর ৫ টায় ঘটনাস্থল পরিদর্শন করেন।এসময় ১০ বিজিবি, কুমিল্লা এর অধিনায়ক , পুলিশ সুপার, র‌্যাব-১১ এর কোম্পানি কমান্ডার, এন এস আই এর যুগ্ম পরিচালক সহ বিভিন্ন সংস্থার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।পরবর্তিকালে লাশ হস্তান্তর এর সময় জেলা প্রশাসক মহোদয় জেলা প্রশাসনের পক্ষ থেকে তাৎক্ষণিকভাবে নিহতদের পরিবারকে বিশ হাজার এবং আহতদের পরিবারকে দশ হাজার টাকা অর্থসাহায্য প্রদান করেন এবং আহতদের চিকিৎসার প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করেন। দুষ্কৃতিকারীদের গ্রেফতারসহ আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। বর্ণিত ঘটনা তদন্তে অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে আহবায়ক করে উপজেলা নির্বাহি অফিসার, চৌদ্দগ্রাম এবং সংস্লিস্ট সার্কেল এ এস পি এর সমন্বয়ে ৩ সদস্যবিশিষ্ট কমিটি গঠন করা হয়েছে।

পেট্রোল বোমা হামলায় নিহত ৭ জনের তালিকাঃ

১। নুরুজ্জামান পবলু (৪৬), পিতা-হাজী মোঃ রোকোনুদ্দিন, মাতা-হাজী নুরজাহান বেগম, সাং-৩৫ ঘোপ, সেন্ট্রাল রোড, যশোর
২। মাইশা তাসনিম (১৪), পিতা-নুরুজ্জামান পবলু, মাতা-মিতা বেগম, সাং-৩৫ ঘোপ, সেন্ট্রাল রোড, যশোর
৩। মোহাম্মদ ওয়াসিম (৪৫), দোকান-এরশাদ মার্কেট, কাপ্তান বাজার, ঢাকা, বাড়ি-বরিশাল
৪। মোহাম্মদ ইউসুফ (৪৬), পিতা-সালেহ আহাম্মেদ, মাতা-ফাতেমা বেগম, সাং-গাইনা কাটা, ডাকঘর-হারবাং, চকোরিয়া, কক্সবাজার
৫। মাহমুদুল হাসান শান্ত (১৩), পিতা-জসিম উদ্দিন মানিক, সাং-ওয়াপদা গেট, পলাশ, নরসিংদী
৬। আসমা আক্তার (৩৫), স্বামী-জসিম উদ্দিন মানিক, পিতা-মোঃ আরমান মিয়া, সাং-ওয়াপদা গেট, পলাশ, নরসিংদী
অপর ০১ জনের নাম ও ঠিকানা পাওয়া যায়নি।

পেট্রোল বোমা হামলায় আহত ২২ জনের তালিকাঃ

১। বাবু (২৩), পিতা-আফাজ উদ্দিন, গ্রাম-কাওহীকান্দি, পোঃ-উলপাড়া, নারায়ণগঞ্জ
২। আমির হোসেন (২০), পিতা-আকরাম হোসেন, গ্রাম-কাওহীকান্দি, পোঃ-উলপাড়া, নারায়ণগঞ্জ
* ৩। সফিকুল (১৮), পিতা-আলাউদ্দিন, গ্রাম-কাওহীকান্দি, পোঃ-উলপাড়া, নারায়ণগঞ্জ
* ৪। জিলকদ (২০), পিতা-জহিরুল ইসলাম, গ্রাম+পোঃ-জয়মন্ডক, মানিকগঞ্জ
* ৫। ফারুক আহমেদ (২৩), পিতা-আঃ ছালাম, গ্রাম+পোঃ-জয়মন্ডক, মানিকগঞ্জ
৬। মোঃ আঃ আজিজ (২৫), পিতা-আকবর আলী, গ্রাম-খোকননগর, পোঃ-লোকনাথ, সাথিয়া, সাতক্ষীরা
* ৭। হানিফ (৩৫), পিতা-ছালেহ আহম্মদ, গ্রাম-পাহাড়কান্দ, চকোরিয়া, কক্সবাজার
* ৮। রাশেদুল (২৫), পিতা-সৈয়দ আহম্মদ, গ্রাম-কাওহীকান্দি, পোঃ-উলপাড়া, নারায়ণগঞ্জ
৯। মাফরুহা বেগম (৩২), স্বামী-নুরুজ্জামান, সদর, যশোর
* ১০। মোঃ শরীফ (১৯), পিতা-মোঃ ইউনুছ মোল্লা, গ্রাম-কমলনগর, পোঃ-সিঙ্গাইর, মানিকগঞ্জ
১১। রাতুল (১৯), পিতা-আলমগীর, গ্রাম-ছরমখোলা, পোঃ-কালিরবাজার, ফরিদগঞ্জ, চাঁদপুর
১২। মুন্না (১৪), পিতা-জসিম উদ্দিন, গ্রাম+পোঃ-পলাশ, নরসিংদী
১৩। মাইনুদ্দিন (২০), পিতা-আফিজ উদ্দিন, গ্রাম-কাওহীকান্দি, পোঃ-উলপাড়া, নারায়ণগঞ্জ
১৪। জমির উদ্দিন (২১), পিতা-মৃত আঃ নবী, গ্রাম-বানিয়াখাড়া, শান্তিবাজার, চকোরিয়া, কক্সবাজার।
১৫। ইমান আলী (৩৫), পিতা-আঃ লতিফ, গ্রাম-কাওহীকান্দি, পোঃ-উলপাড়া, নারায়ণগঞ্জ
১৬। গোলাম হোসেন (৩৫), পিতা-মৃত আঃ গহর, গ্রাম-কাওহীকান্দি, পোঃ-উলপাড়া, নারায়ণগঞ্জ
১৭। মোহাম্মদ (২৫), পিতা-নুরুল আলম, গ্রাম+পোঃ+উপজেলা-টেকনাফ, কক্সবাজার
১৮। ছালাহউদ্দীন (৩০), পিতা-জাকির হোসেন, গ্রাম-কাওহীকান্দি, পোঃ-উলপাড়া, নারায়ণগঞ্জ
১৯। বাবুল (৪০), পিতা-মৃত আঃ রাজ্জাক, গ্রাম-হামছাতি, সোনারগাঁও, নারায়ণগঞ্জ
* ২০। দুলাল (৪৫), পিতা-মৃত আঃ ছালাম, গ্রাম+পোঃ-সোনাপুর, মাইজদী, নোয়াখালী
* ২১। আরিফ শিকদার (১৮), পিতা-আমির আলী, গ্রাম-ব্রাহ্মণপাড়া, থানা-ভাঙ্গা, ফরিদপুর
* ২২। আলী হোসেন (২০), পিতা-আবুল কালাম, গ্রাম-কমলনগর, পোঃ-সিঙ্গাইর, মানিকগঞ্জ

বিঃদ্রঃ " * " চিহ্নিত আহত ব্যক্তিগণ বর্তমানে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বার্ণ ইউনিটে চিকিৎসাধীন রয়েছেন।

ছবি
ছবি
ডাউনলোড