গতকাল কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে খাদ্য ভেজাল প্রতিরোধে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। এ সময় একটি বেকারি ও খাবার হোটেলকে ২৫ হাজার টাকা জরিমানা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন এনডিসি তুষার আহমেদ। গতকাল বিকাল সাড়ে ৪টায় কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড এলাকায় অপরিচ্ছন্ন পরিবেশে খাবার তৈরি ও বিক্রির দায়ের শাহজালাল নূরানী বেকারিকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়। এছাড়া সদর দক্ষিণ উপজেলার পদুয়ার বাজার এলাকায় হোটেল অনন্যাকে ৫ হাজার টাকা করা হয়। এনডিসি তুষার আহমেদ জানান, জেলা প্রশাসনের উদ্যোগে পুরো রমজান মাস জুড়ে খাদ্য ভেজালবিরোধী ও যানজট নিরসনে ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম পরিচালিত হয়েছিল। ভবিষ্যতে তা অব্যাহত থাকবে।
সৌজন্যেঃ কুমিল্লার কাগজ (পত্রিকা)
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস