বিস্তারিত
২৪ নভেম্বর ২০১৪ খ্রিঃ সোমবার কুমিল্লা নগরী ও এর উপজেলাসমূহে জেলা প্রশাসন, কুমিল্লা ও এর অধীন বিভিন্ন উপজেলা প্রশাসন কর্তৃক মাদক বিরোধী অভিযানে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ১৯৯০ এর আওতায় পরিচালিত ২টি মোবাইল কোর্টে মোট ২টি মামলায় ৫ জন অভিযুক্ত ব্যক্তিকে মোট ১৫০০/- টাকা অর্থদন্ড এবং মহাসড়কসমূহে অবৈধ থ্রী-হুইলার সিএনজি, নসিমন, করিমন, ভটভটি বন্ধে মোটরযান অধ্যাদেশ, ১৯৮৩ এর আওতায় পরিচালিত ১১টি মোবাইল কোর্টে মোট ৬৪টি মামলায় মোট ৩৪৬০০/- অর্থদন্ড প্রদান করা হয়। কুমিল্লার জেলা প্রশাসকের কার্যালয় এবং উপজেলা নির্বাহী অফিসারগণের কার্যালয়ের বিজ্ঞ এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটবৃন্দ উল্লিখিত মোবাইল কোর্টসমূহ পরিচালনা করেন।