অবাধ ও সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠানের লক্ষ্যে সকলকে নির্বাচনী আচরণ বিধি মেনে চলার এবং সংশ্লিষ্ট ব্যক্তিবর্গকে আন্তরিকভাবে কাজ করার আহবান জানান কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল। ৪ জুন ২০১৬ মুরাদনগর উপজেলার ইউনিয়ন পরিষদের সাধারণ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে অনুষ্ঠানের লক্ষ্যে ১ জুন ২০১৬ প্রতিদ্বন্দ্বী প্রার্থী চেয়ারম্যান, সংরক্ষিত আসনের সদস্য ও সাধারণ আসনের সদস্যগণের সঙ্গে সার্বিক আইন-শৃংখলা পরিস্থিতি নিয়ন্ত্রণ, নিরাপত্তা এবং আচরণ বিধি বিষয়ক মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সম্মানিত জেলা প্রশাসক।মুরাদনগর উপজেলা নির্বাহী অফিসার জনাব মোহাম্মদ মনসুর উদ্দিন-এর সভাপতিত্বে উক্ত সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুমিল্লা ও জেলা সিনিয়র নির্বাচন কর্মকর্তা, কুমিল্লা।উক্ত মতবিনিময় সভায় প্রধান অতিথি ও বিশেষ অতিথি প্রার্থীদের নির্বাচনী আচরণ বিধি বিষয়ক বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং এবং প্রিসাইডিং অফিসারসহ পোলিং পারসোনাল ও পোলিং এজেন্টদের দায়িত্ব সম্পর্কে সজাগ করে দেন
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস