কুমিল্লা জেলা প্রশাসনের উদ্যোগে গতকাল কুমিল্লা রাজগঞ্জ কাঁচা বাজারে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ। এসময় বিভিন্ন মুদি দোকানে পরিবেশের জন্য তিকর পলিথিন রাখা ও বিক্রির দায়ে ১৭ হাজার টাকা জরিমানা করা হয়। নির্বাহী ম্যাজিস্ট্রেট তামান্না মাহমুদ জানান, পরিবেশের জন্য ক্ষতিকর পলিথিন উৎপাদন ব্যবহার সবই সরকারের পক্ষ থেকে নিষিদ্ধ করা হয়। তারপর কিছু অসাধু ব্যবসায়ী পলিথিন তৈরি ও বিক্রি করে আসছে। এজন্য গতকাল কুমিল্লা রাজগঞ্জ বাজারে মুদি দোকানে অভিযান চালিয়ে ক্ষতিকর পলিথিন বাজেয়াপ্ত করি ও বাংলাদেশ পরিবেশ আইন ১৯৯৫ ধারায় তিনটি দোকানের মালিককে ১৭ হাজার টাকা জরিমানা করি।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস