শনিবার ২০ সেপ্টেম্বর ২০১৪ খ্রিঃ কুমিল্লা নগরীর বীরচন্দ্র নগর মিলনায়তনে হক ফাউন্ডেশনের সহায়তায় যাত্রিক নাট্য গোষ্ঠী কুমিল্লার গর্ব মহীয়সী নওয়াব ফয়জুন্নেছা চৌধুরাণীর জীবন কাহিনী নিয়ে নির্মিত টেলিছবি প্রদর্শন করে । টেলিছবিটি পরিচালনা করেন যাত্রিক নাট্য গোষ্ঠীর পরিচালনা পরিষদের সদস্য জনাব ফালগুণী আহমেদ । এই অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুমিল্লা সদর আসনের মাননীয় সংসদ সদস্য হাজী আ.ক.ম. বাহাউদ্দিন বাহার , সাথে ছিলেন তাঁর সহধর্মিনী মিসেস মেহেরুন্নেসা বাহার । আরো উপস্থিত ছিলেন কুমিল্লার সংরক্ষিত নারী আসনের মাননীয় সংসদ সদস্য জনাব রওশন আরা মান্নান । অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা জেলার মান্যবর জেলা প্রশাসক জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল এবং হক ফাউন্ডেশন কুমিল্লার সাধারণ সম্পাদক কাজী মনসুরুল হক ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস