Wellcome to National Portal
মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

শিরোনাম
বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের পবিএ রমজান মাস উপলক্ষে বাজার মনিটরিং
বিস্তারিত

৪ জুলাই ২০১৫ খ্রিঃ তারিখে কুমিল্লা জেলার নিউ মার্কেট, রাজগঞ্জ বাজার এবং বিভিন্ন শপিং মল গুলোতে বাজার মনিটরিং করেন কুমিল্লা জেলার জনপ্রিয় জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট জনাব মোঃ হাসানুজ্জামান কল্লোল মহোদয় । এ সময় তার সাথে উপস্থিত ছিলেন কুমিল্লা জেলার সম্মানিত পুলিশ সুপার, অতিঃ জেলা ম্যাজিস্ট্রেট, অতিঃ পুলিশ সুপার, বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ এবং বিভিন্ন সংস্থার কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ । বাজার মনিটররিং এর সময় ডিজিটাল ওজন মাপার যন্ত্র না থাকায় এবং মাংসের মূল্য তালিকা না থাকায় জেলা ম্যাজিস্ট্রেট মহোদয়ের নির্দেশক্রমে মোবাইল কোর্ট এর মাধ্যমে বিভিন্ন দোকানে জরিমানা করা হয়। জেলা ম্যাজিস্ট্রেট মহোদয় জানান পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে মোবাইল কোর্ট অভিযান অব্যাহত থাকবে। উল্লেখ্য, ১লা রমযান থেকে ১৫ ই রমযান পর্যন্ত কুমিল্লা জেলায় মোট ২২৫ টি মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে ৩২০ টি মামলা দায়ের ও ৮,২৫,০০০/=(আট লক্ষ পচিশ হাজার) টাকা জরিমানা আদায় করা হয়।

ছবি
ডাউনলোড