অত্যাধুনিক সুযোগ সুবিধা সম্বলিত নান্দনিক স্থাপত্যশৈলির কুমিল্লা সার্কিট হাউজের নবনির্মিত ভবনের উদ্বোধন করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রবিবার (৮ অক্টোবর) বেলা ১১টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন থেকে ভার্চুয়ালী যুক্ত হয়ে সার্কিট হাউজের নতুন ভবনের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
উদ্বোধন পর্ব ঘিরে কুমিল্লা সার্কিট হাউজ প্রাঙ্গণে বর্ণাঢ্য অনুষ্ঠান আয়োজন করে জেলা প্রশাসন। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কুমিল্লা মহানগর আওয়ামী লীগের সভাপতি হাজী আ ক ম বাহাউদ্দিন বাহার বাহার এমপি, সাবেক রেলপথ মন্ত্রী ও কুমিল্লা দক্ষিণ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মুজিবুল হক মুজিব এমপি, সংরক্ষিত নারী আসনের এমপি অ্যারমা দত্ত, মমতাব বেগম, কুমিল্লার জেলা প্রশাসক খন্দকার মু. মুশফিকুর রহমান, জেলা পুলিশ সুপার আবদুল মান্নান, মুক্তিযোদ্ধা কমান্ডার সফিউল আহমেদ বাবুলসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস