টার্কিশ কোম্পানি মেসার্স স্টার কার্পেট প্রাইভেট লিমিটেড কুমিল্লা রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কার্পেট ম্যানুফ্যাকচারিং কারখানা স্থাপন করবে। বিদেশি মালিকানাধীন এ কোম্পানি ২.০৩৫ মিলিয়ন ডলার বিনিয়োগের মাধ্যমে সব ধরনেরকার্পেট উৎপাদন ও রপ্তানি করবে। মেসার্স স্টার কার্পেট ৬৮৯ জন বাংলাদেশি নাগরিকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করবে। এ উপলক্ষে গত ২৭ সেপ্টেম্বর ঢাকায় বাংলাদেশ রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকা কর্তৃপক্ষের নির্বাহী দপ্তরে বেপজা ও মেসার্স স্টার কার্পেট প্রাইভেট লিমিটেডের মধ্যে একটি লিজ চুক্তিস্বাক্ষরিত হয়। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. মোয়েজ্জদীন আহমেদ এবং মেসার্স স্টার কার্পেটের ব্যবস্থাপনা পরিচালক সামি ইজমিরলি নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে লিজ চুক্তি স্বাক্ষর করেন। বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল এ টি এম শহিদুল ইসলাম, এনডিইউ, পিএসসি, এ জেড এম আজিজুর রহমান এবং বেপজার অন্য কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
|
|
| |
|
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS